1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভাওয়াইয়া সুরে ইত্যাদি মাতালো কুড়িগ্রামকে - R STAR TV
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২০ অপরাহ্ন

ভাওয়াইয়া সুরে ইত্যাদি মাতালো কুড়িগ্রামকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র এবারের পর্বের ধারণকাজ সম্পন্ন হয়েছে ভাওয়াইয়া গান সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত কুড়িগ্রামে। প্রায় দেড় শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী ‘উলিপুর মহারানি স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছিল। শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে বাংলা সংবাদের পর এই পর্বটি প্রচারিত হবে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত, এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এবারের অনুষ্ঠানে দুটি গান রয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টি এবং ইতিহাসগাঁথা নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেছেন। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়াও চিলমারী বন্দরকে নিয়ে ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন করে গেয়েছেন এই প্রজন্মের লোকসংগীত শিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের ভাওয়াইয়া শিল্পী পূর্ণচন্দ্র রায়। গানটির সংগৃহীত কথায় সুরও করেছিলেন আব্বাসউদ্দীন আহমেদ, এবং ইত্যাদির জন্য এটির সংগীতায়োজন করেছেন মেহেদী। এছাড়া, দর্শক পর্বে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান নিয়ে একটি অংশ রাখা হয়েছে, যেখানে বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির যন্ত্রশিল্পীরা সহযোগিতা করেছেন।

ইত্যাদির এই পর্বে কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীর প্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদী বন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন থাকছে।
এছাড়াও ভাওয়াইয়া চর্চা ও প্রসারে প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মা প্রতিষ্ঠিত বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি ও ভাওয়াইয়া গান সম্পর্কে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে, যেখানে শিল্পী ভূপতি ভূষণ বর্মা ও তার শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গান পরিবেশন করেন। নদ-নদীবেষ্টিত এই জেলার প্রায় চার শতাধিক চর ও চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সম্ভাবনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কুড়িগ্রামের চিলমারীতে রিকতা আখতার বানু নির্মিত ‘রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়’-এর ওপর একটি মানবিক প্রতিবেদন রয়েছে।

বিদেশি প্রতিবেদনে আধুনিক স্থাপত্যশৈলী আর সিঙ্গাপুরের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ—সেন্ট জনস আইল্যান্ড ও রহস্যময় কুসু দ্বীপ দেখানো হবে। এছাড়াও কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে নাতির মজার আলাপন এবং অন্যান্য নিয়মিত আয়োজনসহ সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীর্যক নাট্যাংশ থাকছে। এসব নাট্যাংশে সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমানসহ অনেকে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি